সত্য-সুন্দরের আলোয় ৪৪ বছরে 'প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী', নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজন
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সত্য ও সুন্দরের চেতনায় জীবনকে জাগ্রত করার প্রত্যয়ে নেত্রকোনার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী’ উদযাপন করেছে তাদের ৪৪ বছরপূর্তি উৎসব।
দীর্ঘ পথচলার এই আয়োজনে ছিল নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জেলা শহরের উকিলপাড়ায় দলীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দুই দিনব্যাপী উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু।
জাতীয় সংগীত ও সংগঠনের নিজস্ব সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। এসময় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি মনির হোসেন বরুন ও সাধারণ সম্পাদক ওয়াদুল হক রিপন।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী পরিচালিত সাংস্কৃতিক একাডেমির খুদে সদস্যরা অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এই উৎসবে থাকছে সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণাসহ নানান আয়োজন, যা সংগঠনের দীর্ঘদিনের সাহিত্য-সংস্কৃতির ধারাবাহিকতাকে নতুন করে তুলে ধরছে।
২৬১ বার পড়া হয়েছে