ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে নলছিটিতে আলোচনা ও দোয়া
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ বাহাউদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীর একটি ডাবল মার্ডারের আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে এসে নলছিটি থেকে গ্রেপ্তার করা সম্ভব হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা যাচ্ছে না, যা দুঃখজনক ও হতাশাজনক।
আলোচনা শেষে মরহুম শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের দ্রুত বিচারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
১৩১ বার পড়া হয়েছে