ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পাশে, সাহায্যের আশ্বাস
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ হিসেবে অভিহিত করে তাঁদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, বিক্ষোভকারীরা প্রতিষ্ঠানগুলোর দখল নিক, হত্যাকারী ও নিপীড়নকারীদের নাম মনে রাখুক এবং তাদের বড় মূল্য দিতে হবে। তিনি বলেন, “বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড না থামা পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে।”
এদিকে ট্রাম্পের প্রশাসন আজ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করতে। এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
ইরানে বিক্ষোভের সূত্রপাত অর্থনৈতিক অসন্তোষ থেকে হলেও পরে তা রাজনৈতিক রূপ ধারণ করেছে এবং সরকার পতনের ডাকও ওঠে। ৯ জানুয়ারি রাতে ইন্টারনেট বন্ধ করে ইরান সরকার ব্যাপক দমন–পীড়ন শুরু করে। সরকারি সূত্রে খবর, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীসহ দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে