ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকালে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে মেলা উদ্বোধন করেন অতিথিবৃন্দ, পাশাপাশি বেলুনও উড়িয়ে মেলার সূচনা ঘোষণা করা হয়।
মেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা নুর-এ নবী।
সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত। মেলায় সরকারি দপ্তরের পাশাপাশি কৃষি উদ্যোক্তাদের মোট ১৮টি স্টল রয়েছে। এসব স্টলে কৃষি ও ফসল উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া কৃষকরা তাঁদের উৎপাদিত উন্নত ও হাইব্রীড জাতের ফসল প্রদর্শন ও বিক্রয় করতে পারছেন। মেলার প্রতিটি স্টলে কৃষকদের প্রযুক্তি ব্যবহার এবং ফল চাষাবাদ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে