সর্বশেষ

জাতীয়আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আগামীকাল বা পরশু : জামায়াত আমির
নির্বাচনের পরিবেশ এখনও স্থিতিশীল: ফখরুল
সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
চলছে ইসিতে মনোনয়ন আপিল শুনানি, আজ ১৪১-২১০ নম্বর নিষ্পত্তি
১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু, বাংলাদেশ থেকে যাচ্ছেন ৭৮ হাজার
পল্টন থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৬, অভিযান অব্যাহত
সারাদেশকক্সবাজারে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন, এলাকায় নিরাপত্তা শঙ্কা
ডিসেম্বরে রংপুরে বিজিবি'র অভিযানে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও পণ্য উদ্ধার
চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে টানা ৩ দিন মাছের বাজার বন্ধ
রৌমারী সীমান্তে গুলির শব্দ, যুবক আটকে নিয়ে গেছে বিএসএফ
রাঙামাটির লংগদুতে ভুয়া ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, চার যুবক আটক
ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
পাবনার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী প্রলয় চাকির কারাগারে মৃত্যু
আন্তর্জাতিকইরানে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা চরমে, নিহত ৫ শতাধিক
নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের, বিশ্বে তীব্র আলোচনা
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের, পাল্টা হুমকি তেহরানের
খেলাবাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে হবে কি না, অনিশ্চয়তা কাটেনি
জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ, গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে পর্যবেক্ষণ করবে।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এ কথা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন হবে গ্রহণযোগ্য, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ।

বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজাবস। তিনি বলেন, ঐতিহাসিক এই নির্বাচন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন করা জরুরি।

আইজাবস আরও জানান, ইইউর পর্যবেক্ষক দল নিরপেক্ষভাবে কাজ করবে এবং তাদের কার্যক্রম জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সহায়ক হবে বলে তিনি আশাবাদী।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠিয়েছে। আইজাবসের নেতৃত্বে মিশনটি ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে কার্যক্রম শুরু করে। বর্তমানে ৫৬ জন পর্যবেক্ষক বাংলাদেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করবেন। ২০০৮ সালের পর এটিই বাংলাদেশে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

প্রধান পর্যবেক্ষক জানান, মিশনটি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, বিচার বিভাগ, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে। এর মধ্যে রয়েছে নির্বাচন প্রস্তুতি, আইনগত কাঠামো ও তার বাস্তবায়ন, নির্বাচনী প্রচারণা এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া। পাশাপাশি নারী, যুবক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের পরিবেশও মূল্যায়ন করা হবে।

এদিকে গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইভারস আইজাবস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে জানান, আলোচনায় নির্বাচন প্রস্তুতি, সমতাভিত্তিক মাঠ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আইজাবস বৈঠকে বলেন, ইইউ বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে দেখছে। এ কারণেই তারা বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রেস সচিব আরও জানান, শেখ হাসিনার প্রায় সাড়ে ১৬ বছরের শাসনামলে ইইউ বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়নি। আইজাবসের মতে, আগের তিনটি সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ছিল না। তবে এবার নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ইতিবাচক মনোভাব ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ইইউকে আশ্বস্ত করে বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর। তিনি জানান, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। তার ভাষায়, দেশের সর্বত্র এখন নির্বাচনের জোয়ার বইছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন