ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, উত্তাল পরিস্থিতি অব্যাহত
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন, খবর দিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (IHR)।
গত দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ মূলত দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং সরকারের নীতি নিয়ে শুরু হয়েছে।
সংস্থাটির হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের শুরু থেকে এপর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। আগে সংস্থাটি ৫১ জন নিহতের কথা জানিয়েছিল। চলমান সংঘাতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।
আইএইচআর জানিয়েছে, 'কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাই করা কঠিন হচ্ছে, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।'
ইরানের জাতীয় পুলিশ জানিয়েছে, রোববার কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সরকারিভাবে অভিযোগ করা হচ্ছে যে, দেশের ভেতরে বাইরের শক্তির সমর্থনে কিছু গোষ্ঠী দাঙ্গা চালাচ্ছে।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার অর্থনৈতিক পরিকল্পনা ও জনগণের দাবির বিষয়ে বক্তব্য দেবেন। সেখানে তিনি সরকারের অর্থনৈতিক সংকট মোকাবিলার কৌশল ও ভর্তুকি ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম IRIB জানিয়েছে, সাক্ষাৎকারটি পরে সম্প্রচার করা হবে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিক্ষোভে ব্যাপক কঠোর অভিযান চালাচ্ছে। তিনি ইউরোপীয় ইউনিয়নকে এ বাহিনীকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
সার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্টকে জানিয়েছেন যে, 'ইরানের বিপ্লবী গার্ডকে ইউরোপে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার সময় এসেছে।'
১২৪ বার পড়া হয়েছে