চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় চারটি পৃথক অভিযানে মনাকষা বিওপির আওতাধীন মনোহরপুর গ্রাম থেকে ৬টি, ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি, মাসুদপুর বিওপির আওতাধীন চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপির আওতাধীন তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা গরুগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সক্রিয় রয়েছে। তিনি আরও জানান, শীত মৌসুমকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
১৯৬ বার পড়া হয়েছে