'ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আইসিসি কোনো বাধ্যবাধকতা দেয়নি'
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা বা বাধ্যবাধকতা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আইসিসি এখন পর্যন্ত কেবল বাংলাদেশের অবস্থান ও নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের ব্যাখ্যা চাইছে, তবে “ভারতে না গেলে বিশ্বকাপ খেলতে পারবে না”-এমন শর্ত দেয়নি।
বুধবার (৭ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনের তথ্যকে “ভিত্তিহীন ও মিথ্যা” বলে উল্লেখ করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি নাকি বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাইলে ম্যাচের পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে। বুলবুল এই দাবিকে ‘বেসলেস’ আখ্যা দিয়ে বলেন, আইসিসির সঙ্গে তাদের যোগাযোগের নথিতে এমন কোনো আলটিমেটাম নেই।
বিসিবি সভাপতির ব্যাখ্যা, ভারত সফর না করার সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা–সংক্রান্ত বাস্তব উদ্বেগ রয়েছে, যা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে আইসিসি। তার ভাষ্যে, এখনো পর্যন্ত আইসিসি কোনো লিখিত বা আনুষ্ঠানিক নির্দেশ দেয়নি যে, বাংলাদেশকে যেকোনো মূল্যে ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে।
অন্যদিকে, ইএসপিএনক্রিকইনফো ও আরও কিছু আন্তর্জাতিক মাধ্যম আইসিসির বরাত দিয়ে “play in India or forfeit points” শিরোনামে খবর প্রকাশ করেছে। বিসিবি ও এই গণমাধ্যমগুলোর পরস্পরবিরোধী তথ্য ক্রিকেট–বিশ্বে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই এখন আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি ও পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
২১৮ বার পড়া হয়েছে