সর্বশেষ

জাতীয়জুলাইয়ে দাফনকৃত বেওয়ারিশ লাশের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা
জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে
নির্বাচন নিয়ে সংশয় ছড়ানোরা নজরদারিতে আছে: প্রেস সচিব
বাজার বাস্তবতায় আবাসন ঋণের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে
ঢাকায় সকালে কুয়াশা, দুপুরে বাড়তে পারে উষ্ণতা : আবহাওয়া অফিস
সারাদেশবেগম খালেদা জিয়ার মৃত্যু নেই, তিনি চিরঅমর : নাটোরে দুলু
কলাপাড়ায় বিদ্যুৎ সংযোগে ঘুষ: পল্লী বিদ্যুতের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
শেরপুরে বন্য হাতির আঘাতে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরানো হয়েছে ২০টির বেশি দোকান
দৌলতপুরে মোবাইল দোকানে চুরি, ৭৫টি ফোন লুট
মাগুরায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে প্রবাসী নিহত
ধামরাইয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
কুষ্টিয়ায় ভোটার সচেতনতায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিকফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি
মাদুরো ইস্যুতে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের
তীব্র তুষারপাতে ইউরোপে বিপর্যয়, প্রাণ গেল ছয়জনের
খেলা'ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আইসিসি কোনো বাধ্যবাধকতা দেয়নি'
রাজনীতি

দুই দশকের অপেক্ষার অবসান, আজ জকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ দুই দশক পর আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন।

বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষক-শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট শুরুর আগে রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে আধুনিক ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রক্টরিয়াল বডির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। একই সঙ্গে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে চারজন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নয়জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে পাঁচজনসহ মোট ৫৭ জন সদস্য পদে প্রতিযোগিতায় রয়েছেন। অপরদিকে, ছাত্রী হল সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ৩৪টি পদে লড়ছেন ১৯০ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন এবং হল সংসদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৩৫ জন এবং হল সংসদের ভোটার এক হাজার ২৪৭ জন।

ভোটগ্রহণের জন্য কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে ভোটগ্রহণ বুথ রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েনসহ সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি বন্ধ বা বানচাল করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, জকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সব প্রস্তুতি শেষ। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবে এবং নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তা স্থগিত করা হয়। পরে নতুন করে ৬ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন