বান্দরবানে নানা আয়োজনে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ওয়াকাথনের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি বেলুন উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন। ওয়াকাথনটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
ওয়াকাথন শেষে সেখানে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান, ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা আহ্বায়ক ম্যা ম্যা নু-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
এ ছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা সমাজসেবাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির ব্যবহার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
১৩০ বার পড়া হয়েছে