চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু-মহিষ জব্দ
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীন বিভিন্ন বিওপি এলাকায় অভিযান চালিয়ে পশুগুলো জব্দ করা হয়। জহুরপুরটেক বিওপি থেকে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু উদ্ধার করা হয়। ওয়াহেদপুর বিওপি থেকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে আরও ২টি গরু জব্দ করা হয়। একইভাবে জহুরপুর বিওপি থেকে সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু উদ্ধার করা হয়।
এছাড়া শিংনগর বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি থেকে একই ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। উদ্ধার করা পশুগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০৫ বার পড়া হয়েছে