নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহীতে বাজারে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক বাজারের ভেতরে ঢুকে উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝলমলিয়া বাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হন।
রাজশাহী জেলা পুলিশ জানায়, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ে। এতে বাজারের ভেতরে থাকা কয়েকজন পথচারী ও ব্যবসায়ী হতাহত হন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
১১৮ বার পড়া হয়েছে