সারাদেশ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলায় শোকের আবহ বিরাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
চেয়ারপারসনের মৃত্যুতে সিরাজগঞ্জে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলায় শোকের আবহ বিরাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কোরআনখানি, মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিরাজগঞ্জের প্রতিটি উপজেলায় একই কর্মসূচি একযোগে পালন করা হবে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ভিড় জমান শোকাহত নেতাকর্মীরা। এ সময় কার্যালয়জুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেত্রীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক নেতাকর্মী।
দলীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোক কর্মসূচি পালন করা হবে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন