কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ স্পষ্ট হবে: ট্রাম্প
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ২:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামবে কি না, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদ প্রকাশ করেন এবং এ লক্ষ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের ইঙ্গিত দেন।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তি হতে পারে। আর পরিস্থিতি খারাপ হলে দীর্ঘ সময় লাগতে পারে।’ তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধে একটি সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।
যুদ্ধ অবসানে নতুন শান্তি পরিকল্পনাটি এগিয়ে নিতে ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলেও জানান ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটার সত্যিই প্রয়োজন আছে কি না, আমি নিশ্চিত নই। তবে যদি এটি প্রতি মাসে ২৫ হাজার মানুষের জীবন বাঁচাতে সহায়ক হয়, তাহলে অবশ্যই আমি এটি করতে প্রস্তুত।’
এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি পর্যায়ে পৌঁছানো গেছে। তবে এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, সম্ভাব্য চুক্তির প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে। এ ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো বড় দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রায় চার বছর ধরে চলমান এই যুদ্ধে রাশিয়ার দাবি, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল মস্কোর কাছে ছেড়ে দিতে হবে। অঞ্চলটির বেশির ভাগ অংশ বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের নিয়ন্ত্রিত বাকি অংশও দখলে নেওয়ার দাবি করছে মস্কো।
যুদ্ধ থামাতে ট্রাম্প যে শান্তি প্রস্তাব দিয়েছেন, তাতে দনবাস পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এতে নারাজ ইউক্রেন। জেলেনস্কি সম্প্রতি আশা প্রকাশ করেন, এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় অবস্থান নেবে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প ও জেলেনস্কি দুজনই বলেন, দনবাস অঞ্চলের ভবিষ্যৎ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি অমীমাংসিত থাকলেও সমাধানের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান তাঁরা। দনবাস নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে সমঝোতায় পৌঁছানো কঠিন বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এই আলাপকে তিনি ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। অন্যদিকে ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক কর্মকর্তা ইউরি উশাকভ একে ‘বন্ধুত্বপূর্ণ’ বলে অভিহিত করেন।
মস্কোতে অবস্থানরত উশাকভ জানান, পুতিন ট্রাম্পকে বলেছেন—ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। তিনি বলেন, দনবাস ইস্যুতে কোনো বিলম্ব ছাড়াই কিয়েভকে সিদ্ধান্ত নিতে হবে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনের সঙ্গে আবার কথা বলবেন বলেও জানান ট্রাম্প।
১২০ বার পড়া হয়েছে