আগামীকাল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামীকাল থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী।
মাধ্যমিক পর্যায়ের অনুমোদিত ও স্বীকৃত বিদ্যালয়গুলোর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত কোটা অনুযায়ী ২০ থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যেই এই জুনিয়র বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দেশজুড়ে সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে।
এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। অনেক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হলে প্রকৃত মেধাবীরাই বৃত্তির জন্য নির্বাচিত হবে।
১৩৩ বার পড়া হয়েছে