সারাদেশ
উদীচী, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
কুষ্টিয়া প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উদীচী, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও অন্যান্য সাংস্কৃতিক কর্মী ও শিল্পীবৃন্দের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র, মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। এসব হামলার মাধ্যমে দেশকে সাম্প্রদায়িকতা ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা অবিলম্বে এসব হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উদীচী ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিল্পী, সাহিত্যিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন