সাম্প্রদায়িক সহিংসতা রোধে সতর্কতা দিলেন সিইসি
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার মতো ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের যুবক দিপু দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের সহিংসতা যাতে আর না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। সভার শুরুতে তিনি গুলিতে নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের আশ্বাসে তিনি আশ্বস্ত। দেশ ও জাতির স্বার্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই কমিশনের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে এই লক্ষ্য অর্জন সম্ভব।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি ঢাকাসহ বিভিন্ন এলাকায় পোস্টার অপসারণে গাফিলতির কথা উল্লেখ করেন এবং সময়মতো বিধি মানার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অভিযোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, কোথায় ও কীভাবে অভিযোগ জানাতে হবে—এ বিষয়ে জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে এবং অভিযোগ গ্রহণের জন্য নির্দিষ্ট সেন্টার গড়ে তুলতে হবে।
সভায় ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইজিপি এবং মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে