কুষ্টিয়ায় তীব্র শীত, জনজীবন স্থবির, দুপুরেও সূর্যের দেখা নেই
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তীব্র শীতকালে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
গত শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় আবহাওয়া মেঘাচ্ছন্ন এবং উত্তর-পশ্চিম হাওয়া তাপমাত্রা আরও কমিয়েছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। দিনমজুর মনিরুল ইসলাম জানান, 'ঠান্ডা ও মেঘলা আবহাওয়ার কারণে কাজে যেতে পারিনি। বাইরে বের হওয়া এখন অনেক কষ্টকর।'
উপজেলার হাট-বাজারেও লোকসংখ্যা কমে গেছে। মথুরাপুর বাজারের অটোচালক মামুন হোসেন বলেন, 'অফিসগামী যাত্রী ছাড়া রাস্তায় মানুষ নেই। আয় অনেক কমে গেছে।'
শীতজনিত রোগও বাড়ছে। জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ার কারণে শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, 'শিশুদের পর্যাপ্ত গরম কাপড় ও খাবার নিশ্চিত করতে হবে। সবাইকে শীত থেকে রক্ষা পেতে সচেতন হতে হবে।'
দৌলতপুরে নিজস্ব আবহাওয়া অফিস না থাকায় জেলার কুমারখালী অফিসের তথ্যের ওপর নির্ভর করতে হয়। কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, আজ রোববার কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার পর্যন্ত শীতের অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে না। তবে বিকেলের দিকে কিছুটা সময় সূর্যের দেখা মিলতে পারে।
১৩৮ বার পড়া হয়েছে