খুলনার ১০ জেলায় ইসি নির্দেশনা কঠোর বাস্তবায়ন হবে: বিভাগীয় কমিশনার
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশীশক্তির প্রভাব রোধ এবং কোনো অপশক্তি যেন নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত করতে না পারে-সে লক্ষ্যে খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ সার্কিট হাউস এলাকায় পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের আইন-কানুন ও প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের মানুষের প্রসঙ্গে মোঃ মোখতার আহমেদ বলেন, এ জেলার মানুষ আবেগপ্রবণ হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে ঝিনাইদহবাসী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন।
১০৬ বার পড়া হয়েছে