সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
হাদি’র জানাজা ঘিরে কড়া নিরাপত্তা ও ট্রাফিক বিধিনিষেধ
ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হলো শরিফ ওসমান হাদির মরদেহ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নারী-শিশুসহ নিহত ৭
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
রাজনীতি

লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থান শেষে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের পথে যাত্রা শুরু করেন তিনি। পুরো পথে তার গাড়িবহরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, শাশুড়িকে মায়ের মতো করে সেবা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। পরিবারের সঙ্গে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি লন্ডনে যাচ্ছেন।

দলীয় সূত্র জানায়, লন্ডনে পৌঁছানোর চার দিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সেদিন সপরিবারে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের প্রস্তুতির কথা জানিয়ে আতিকুর রহমান রুমন বলেন, “যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রয়োজনে সাময়িকভাবে তিনি গুলশানে তার মায়ের বাসা ‘ফিরোজা’-য় অবস্থান করতে পারেন।”

প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার লক্ষ্যে গত ৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে আসেন ডা. জুবাইদা রহমান। তিনি বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো তত্ত্বাবধান করেন। তবে চিকিৎসকদের পরামর্শে বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি ঢাকায় থেকেই শাশুড়ির সেবা করেন। বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশ ছাড়ার পর দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৬ মে প্রথমবারের মতো বাংলাদেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন