রাজনীতি
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে।
আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে।
সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসা প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকা চিকিৎসক ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন