সর্বশেষ

জাতীয়নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ : প্রেস উইং
সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ
হাদি হামলা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক, সন্দেহভাজন ফয়সালের সব হিসাব জব্দ
হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানোর তথ্য নেই: ডিএমপি
সুদানের আবেইতে ড্রোন হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া গেছে
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
সারাদেশকুড়িগ্রামে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্রহরী নিহত
উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়ছে, চলছে শৈত্যপ্রবাহ
পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ধামরাইয়ে পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার, চারজন আটক
কক্সবাজার সৈকতে চালু হলো অত্যাধুনিক মাল্টিপারপাস পাবলিক টয়লেট
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি : নিহত ২, আহত ৮
গাজায় বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডারের মৃত্যুর দাবি
খেলা২৪ ঘণ্টায় ৫০ লাখ টিকিট আবেদন, উচ্চমূল্যের মধ্যেও আগ্রহ অব্যাহত
দুর্নীতির অভিযোগে ভারতীয় চার ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ
রাজনীতি

দেশকে নেতৃত্বহীন করতেই হামলা: আসিফ, ২৪'র নায়করাই এখন টার্গেট: নাহিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে নেতৃত্ব ও মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, 'জুলাইয়ে পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চায়। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন।' তিনি সতর্ক করে বলেন, দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তিকে শক্ত হাতে দমন করা হবে।

তিনি ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যেভাবে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, আজও একই অপশক্তি সক্রিয় রয়েছে। তবে একাত্তরের মতো এবারও তারা পরাজিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

একই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন ও গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতেই আন্দোলনের সামনের সারির নেতাকর্মীদের টার্গেট করে হামলা ও হত্যার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, 'ওসমান হাদির ওপর হামলার ঘটনা পুরো জাতি প্রত্যক্ষ করেছে। অথচ এখনো হামলাকারীদের গ্রেফতার করা হয়নি। এটি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগ বাড়াচ্ছে।'

নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে ও বাইরে একটি চক্র পরিকল্পিতভাবে এসব ঘটনার নীলনকশা আঁকছে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঠিক আগে লেখক, শিল্পী, সাংবাদিকসহ মুক্তিযুদ্ধপন্থি চিন্তাশীল মানুষদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তবে অতীতের মতো এখনো কিছু গোষ্ঠী বুদ্ধিজীবীর পরিচয় ব্যবহার করে ফ্যাসিবাদের পক্ষে মতাদর্শ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'এই মুহূর্তে বিভক্তি নয়, ন্যূনতম জাতীয় ঐক্য প্রয়োজন। বিভক্ত থাকলে ফ্যাসিবাদী শক্তিই লাভবান হবে।' তিনি গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন