দেশকে নেতৃত্বহীন করতেই হামলা: আসিফ, ২৪'র নায়করাই এখন টার্গেট: নাহিদ
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে নেতৃত্ব ও মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, 'জুলাইয়ে পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চায়। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন।' তিনি সতর্ক করে বলেন, দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তিকে শক্ত হাতে দমন করা হবে।
তিনি ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যেভাবে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, আজও একই অপশক্তি সক্রিয় রয়েছে। তবে একাত্তরের মতো এবারও তারা পরাজিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন ও গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতেই আন্দোলনের সামনের সারির নেতাকর্মীদের টার্গেট করে হামলা ও হত্যার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, 'ওসমান হাদির ওপর হামলার ঘটনা পুরো জাতি প্রত্যক্ষ করেছে। অথচ এখনো হামলাকারীদের গ্রেফতার করা হয়নি। এটি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগ বাড়াচ্ছে।'
নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে ও বাইরে একটি চক্র পরিকল্পিতভাবে এসব ঘটনার নীলনকশা আঁকছে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঠিক আগে লেখক, শিল্পী, সাংবাদিকসহ মুক্তিযুদ্ধপন্থি চিন্তাশীল মানুষদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তবে অতীতের মতো এখনো কিছু গোষ্ঠী বুদ্ধিজীবীর পরিচয় ব্যবহার করে ফ্যাসিবাদের পক্ষে মতাদর্শ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'এই মুহূর্তে বিভক্তি নয়, ন্যূনতম জাতীয় ঐক্য প্রয়োজন। বিভক্ত থাকলে ফ্যাসিবাদী শক্তিই লাভবান হবে।' তিনি গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।
১২৬ বার পড়া হয়েছে