জাতীয়
রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বন্ধ যানচলাচল
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই মারা যান। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ফার্মগেটের প্রধান সড়কে নেমে এসে অবরোধ গড়ে তোলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, কয়েকশ' শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নিয়েছে। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন