আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগে অবরোধ
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে শাহবাগ এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'শাহবাগ বর্তমানে পুরোপুরি অবরুদ্ধ। শহীদ পিন্টুর হত্যার বিচার এবং সংশ্লিষ্টদের অপসারণের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।'
অবরোধে অংশ নেওয়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা অভিযোগ করে বলেন, 'আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সেটি আরও সুস্পষ্ট হয়েছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয় এবং রিমান্ডে নির্যাতনের কারণে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। আদালতের থেরাপি সংক্রান্ত আদেশও পালন করা হয়নি।'
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার জানান, শহীদ পিন্টুর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতেই তারা শাহবাগ অবরোধ করেছেন। তিনি বলেন, 'এই হত্যাকাণ্ডের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে পদ থেকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।'
এছাড়া পিলখানা হত্যাকাণ্ডসহ ৫৭ সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে যেসব পুলিশ কর্মকর্তার নাম এসেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিও জানান সংগঠনের নেতারা।
১০৩ বার পড়া হয়েছে