ফুলেল শুভেচ্ছায় খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মো. ফিরোজ সরকারকে বরণ
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মো. ফিরোজ সরকারকে বরণ করে নেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন ও সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে পদোন্নতি পাওয়ায় মঙ্গলবার তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান সংগঠনটির সভাপতি মো. আবদুল খালেক এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার মোহা. সালাহউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা মো. ফিরোজ সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে তারা ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফিরোজ সরকার। রোববার তিনি খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে তার যোগদানের পত্র জমা দেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ৩০ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মো. ফিরোজ সরকার এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে কর্মজীবনে প্রবেশ করেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাতজন কর্মকর্তাকে উপসচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একজন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল খালেক। মো. আবদুল খালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সহকারী সচিব হিসেবে অর্থ, পরিকল্পনা, শিক্ষা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।
অন্যান্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন), শিরীন সুলতানা, সিনিয়র সহকারী সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এস. এম. মনিরুজ্জামান, সহকারী ওয়াকফ প্রশাসক, মো. ফরহাদ মিঞা, সিনিয়র সহকারী সচিব, রেলপথ মন্ত্রণালয়, এস. এম. মাহবুবুল হক, সিনিয়র সহকারী সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মু. গোলাম মোস্তফা, সিনিয়র সহকারী সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
১৫৪ বার পড়া হয়েছে