খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, কাল এয়ার অ্যাম্বুলেন্স আসছে না
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসা বাতিল করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টায় নামার জন্য আগে থেকেই অনুমতি নেওয়া হলেও, শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিলের অনুরোধ জানানো হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে পূর্বে অনুমোদিত স্লট বাতিলের আবেদন জমা দিয়েছে। বেবিচক কর্তৃপক্ষ বিষয়টি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে।
তবে বিষয়টি নিয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, তিনি এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স না আসার কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি।
এর আগে গত রবিবার জমা দেওয়া অপারেটরের আবেদন অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও রাত ৯টায় উড্ডয়নের সময়সূচি অনুমোদন করেছিল কর্তৃপক্ষ।
এ নিয়ে পঞ্চমবারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিএনপি নেতারা বলছেন, তার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসক দল।
১৭৫ বার পড়া হয়েছে