সিদ্ধান্ত পরিবর্তন : কাতার নয় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি সম্ভব না হওয়ায় জার্মানভিত্তিক একটি প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
জার্মানির এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচের সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বিমানের নির্ধারিত রুট অনুযায়ী এটি প্রথমে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সেখান থেকে সরাসরি লন্ডনে যাবে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছে রওনা দেওয়ার কথা রয়েছে।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান, কাতার সরকারের তত্ত্বাবধানে জার্মানি থেকেই একটি ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বিমানটি এখনও যাত্রা করেনি; খালেদা জিয়ার চিকিৎসকদের সম্মতি বা ‘গ্রিন সিগনাল’ পেলেই সেটি রওনা দেবে। ফলে সঠিক সময় এখনো চূড়ান্ত নয়।
উল্লেখ্য, এর আগে কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো ‘এয়ারবাস ৩১৯’ এয়ার অ্যাম্বুলেন্সে করেই শেষবার লন্ডনে যান বেগম খালেদা জিয়া।
১২৪ বার পড়া হয়েছে