অন্তর্বর্তী সরকার ইস্যু: হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ
বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনপ্রক্রিয়ার বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এ বিষয়ে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
রায়ের পর আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা বা কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার আর সুযোগ নেই।
গত বছরের ডিসেম্বর মাসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলেন আইনজীবী মহসীন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে বলেছিল, জনগণের অনুমোদন থাকায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ওই আদেশের বিরুদ্ধেই আবেদনকারী আপিল বিভাগে লিভ টু আপিল করেছিলেন, যা আজ খারিজ হলো।
১০৫ বার পড়া হয়েছে