ইডেন কলেজে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল ১১টায় আজিমপুর-নীলক্ষেত সড়কের ২ নম্বর গেট অবরোধ করেছেন।
তারা কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখার এবং বিভিন্ন শিক্ষাগত দাবির সাপেক্ষে পাঁচ দফা দাবি মানার জোর দাবি করছেন।
শিক্ষার্থীরা আন্দোলনের সময় ‘তোমার দাবি আমার দাবি, পাঁচ দফা’ এবং ‘সহশিক্ষার ঠিকানা, ইডেন কলেজে হবে না’ জাতীয় স্লোগান দেন।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
ইডেনকে কেবলমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।
কলেজের কোনো বিভাগ বিলুপ্ত করা হবে না।
বিশ্ববিদ্যালয় সময় ১টা থেকে ৭টা না রেখে ২৪ ঘণ্টা রাখার ব্যবস্থা করা।
ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, ইন্টারমিডিয়েট চালু করা হবে না।
ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে; একক ফ্যাকাল্টিতে সীমাবদ্ধ রাখা যাবে না।
অবস্থান নেওয়ার কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় ঢাকার ব্যস্ত ওই এলাকায় বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক ছাড়লেও পুনরায় অবস্থান গ্রহণ করেছে।
১১৪ বার পড়া হয়েছে