কুষ্টিয়ার কুমারখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী থানার পান্টি ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠন।
সোমবার সন্ধ্যায় ১০ নং পান্টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তারা দেশনেত্রীর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণেও দোয়া করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী প্রধান আয়োজনকারী হিসেবে অনলাইন লাইভে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি দোয়া ও খাদ্য বিতরণ কার্যক্রমে অংশ নেন।
তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিএনপি নেতাকর্মীরা ধারাবাহিকভাবে এমন কর্মসূচি পালন করছেন। মানবিক দায়িত্ববোধ থেকে দুস্থদের পাশে দাঁড়াতে দলীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংগঠনের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজন করা এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এর অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচি শেষে উপস্থিত দুস্থদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন স্থানীয় নেতারা।
১৪২ বার পড়া হয়েছে