খালেদা জিয়াকে নিয়ে গুজব বা বিভ্রান্তিমূলক তথ্যের প্রতি কান না দেয়ার অনুরোধ
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তা তিনি গ্রহণ করতে সক্ষম, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই। সবাই দোয়া করলে হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন।”
ডা. জাহিদ আরও জানান, তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, সরকার ও প্রধান উপদেষ্টাসহ সবাই যথাসাধ্য সহায়তা প্রদান করছেন। বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া নেওয়া হবে না।
তিনি সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে অনুরোধ করেন, গুজব বা বিভ্রান্তিমূলক তথ্যের প্রতি কান না দেয়ার।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ার সঙ্গে অন্যান্য জটিলতা দেখা দেওয়ায় তাকে প্রথমে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে