জাতীয়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধি দল।
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে দলটি নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠকে অংশ নেয়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে ইসির সঙ্গে একাধিকবার আলোচনা করেছে ইইউ।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এ লক্ষ্য নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রায় ১৫০ সদস্যের একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে এই দল বাংলাদেশে পৌঁছাবে।
এ ছাড়া, নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা শক্তিশালী করতে নির্বাচন কমিশনকে ৪০ লাখ ইউরোরও বেশি আর্থিক সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন