বিপিএল ২০২৫-২৬ শুরু হবে ১৯ ডিসেম্বর, আয়োজন নিয়ে অস্থিরতা
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনকে কেন্দ্র করে এখনো অস্থিরতার ছায়া রয়েছে।
খেলোয়াড় নিলামের মাত্র তিন দিন বাকি থাকা সত্ত্বেও চট্টগ্রাম রয়েলস ও নোয়াখালী দলের কাগজপত্র এখনও সম্পূর্ণ হয়নি। উভয় দলকে বৃহস্পতিবারের মধ্যে ব্যাংক জামানত বা চেক জমা দিতে বলা হয়েছে। টাকা জমা না দিলে, ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি জানিয়েছেন, এবার বিপিএল আংশিক আপৎকালীন আকারে আয়োজন করা হচ্ছে। নতুন ফ্র্যাঞ্চাইজির নিয়োগ হবে ২০২৬ সালে এবং মেয়াদ হবে পাঁচ বছর।
মিঠু আরও জানান, বিপিএল ২০২৫-২৬ শুরু হবে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ছয় দলের টুর্নামেন্টে সম্ভাব্য ফাইনাল ম্যাচ আয়োজন হবে ১৬ জানুয়ারি।
ফিক্সিং সন্দেহে থাকা খেলোয়াড় বা সংগঠক মাঠে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে বিসিবি। বিপিএল আয়োজনের জন্য রিয়াল ইমপ্যাক্টের মাধ্যমে ক্রিকেট প্রডাকশন করা হয়েছে এবং পাকিস্তানের ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তি হওয়ায় খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।
এবারের খেলোয়াড় নিলামে থাকছে আড়াইশ বিদেশি ক্রিকেটারের নাম। প্রতিটি দল ১৬ জন দেশি খেলোয়াড় নিতে পারবে, যার মধ্যে ১৩ জন নিলামের মাধ্যমে নির্বাচিত হবে। এছাড়া, প্রত্যেক দল সরাসরি দুজন দেশি ও দুজন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যেই পাঁচটি দল তাদের পছন্দের খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে। নোয়াখালী যোগ হলে তারা অগ্রাধিকারের ভিত্তিতে দুইজন দেশি ক্রিকেটার নিতে পারবে।
১০৬ বার পড়া হয়েছে