খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের এককালীন মানবিক সহায়তা প্রদান
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ি সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩৮ জনকে এককালীন মানবিক সহায়তা হিসেবে ১২ লাখ টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে এই অনুদান বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, পাহাড়ে শান্তি বজায় রাখার একমাত্র উপায় হলো সৌহার্দ্য ও স¤প্রীতি প্রতিষ্ঠা। তারা বলেন, পারস্পরিক বিরোধ বা সহিংসতা পাহাড়ে শান্তি আনতে পারে না; বরং এটি বসবাসকারীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো: নোমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক নিটোল মণি চাকমা, পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।
১০৫ বার পড়া হয়েছে