শ্যামনগরে পিঠা উৎসবে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন অসুস্থ
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মাণ উপলক্ষে আয়োজিত পারিবারিক পিঠা উৎসবে বিষক্রিয়ায় শিশুসহ একই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের ঘটনা উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়িতে ঘটে। পিঠা উৎসব চলাকালীন পরিবারের সদস্যরা পিঠা তৈরি করছিলেন। এই সময় পিঠা তৈরিতে কালো জিরার পরিবর্তে ভুলক্রমে দানাদার কীটনাশক ব্যবহার করা হয়। কিছুক্ষণ পর পিঠা খাওয়ার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অসুস্থদের মধ্যে রয়েছে: সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল মেডিকেল অফিসার ডাঃ শামিম হোসেন জানান, সকলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কেউই এখনও পুরোপুরি সুস্থ নয়।
স্থানীয়রা সতর্ক করে বলছেন, খাবার তৈরির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
১০৬ বার পড়া হয়েছে