কৃষকের স্বার্থে আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত : উপদেষ্টা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে পেঁয়াজের মূল্য অস্থিরতা থাকলেও কৃষকের স্বার্থ রক্ষার কারণে সরকার আপাতত আমদানি বন্ধ রাখার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই।
সচিবালয়ে বুধবার অনুষ্ঠিত এডিপি পর্যালোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
উপদেষ্টা বলেন, 'বাজারে পেঁয়াজের দাম ওঠানামা করছে দেখিয়ে কিছু মহল আমদানির অনুমতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্য রক্ষার স্বার্থে আমদানি খোলা হবে না। এখানে কৃষকের স্বার্থই প্রধান।'
তিনি আরও উল্লেখ করেন, চলতি মৌসুমে আলুর দাম কমে যাওয়ায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মাঠের পরিস্থিতি অনুকূলে থাকায় এই বছর আমনের ফলন বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে।
সার ও গ্যাস সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশের কোথাও সারের ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ কঠোর নীতিমালার আওতায় হচ্ছে এবং তা মানা হবে। তিনি আরও বলেন, গ্যাসের দাম বাড়লেও তা সারের মূল্যের সঙ্গে সম্পর্কিত নয়।
অপরদিকে, কৃষি খাতে বিভিন্ন স্তরে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং নতুন নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে সরকার বরদাস্ত করবে না বলে আশ্বাস দেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১০৯ বার পড়া হয়েছে