সর্বশেষ

জাতীয়

হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ মোট ১৭ জনের রায় দেওয়ার জন্য আগামীকাল ১ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ঘোষণা করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্লট বরাদ্দে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে এই মামলাটি দায়ের হয়। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দ্দীন আহমদ চৌধুরী (অব.), মোহাম্মদ সালাহ উদ্দিন ও অন্যান্য।

কারাগারে আটক রয়েছেন আসামি খুরশীদ আলম। এ মামলায় অভিযোগ উঠেছে, শেখ রেহানার বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের মামলাটি দায়ের হয়। তদন্ত শেষে ১০ মার্চ এই মামলার অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

আগামীকাল রায় ঘোষণা হবে এই মামলার শুনানির পর, যেখানে বিচারক ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। এই মামলার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের প্রতিশ্রুতি আবারও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন