পঞ্চগড়ে শীত তীব্র: তেঁতুলিয়ায় তাপমাত্রা নিম্নমুখী
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তর জেলা পঞ্চগড়ে শীত এখন তীব্র আকারে উপস্থিত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা।
আবহাওয়ার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, আর বাতাসের গতি ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোর থেকেই শীতের হাওয়া বইতে থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল, মিলেছে ঝলমলে রোদ। তবে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে।
এর আগে সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার সন্ধ্যা ৬টায় ২৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা আগের দিনের (২৬.৭ ডিগ্রি সেলসিয়াস) তুলনায় সামান্য বেশি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ডিসেম্বরের শুরুতে শীত আরও জেঁকে বসবে এবং শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে