সাতক্ষীরায় জামায়াতে ইসলামী’র মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রা শুরু হয় শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা বাইপাস গোলচত্বর থেকে। জামায়াতে ইসলামী’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে হাজারো মোটরসাইকেল নিয়ে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন জেলা ও উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা।
শোভাযাত্রায় জাতীয় পতাকা, দলীয় ব্যানার ও পোস্টারে সজ্জিত মোটরসাইকেল বহরে পথচারীরা উল্লাস প্রকাশ করেন। বাইপাস সড়কসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা শেষ হয় আগরদাড়ি ইউনিয়নে।
মুহাদ্দিস আব্দুল খালেক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'আমাদের লক্ষ্য সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ শাসনের মাধ্যমে দেশের সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব।'
তিনি আরও বলেন, 'তরুণরা আমাদের সবচেয়ে বড় শক্তি এবং তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধি বেছে নেবেন। নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করব।'
শোভাযাত্রায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মফারফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম ও শহর শিবির সভাপতি আর মামুনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে