শৈলকুপায় শিক্ষক ও সমাজকর্মীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেলের শিক্ষা সভা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় শুক্রবার হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।
তিনি কর্মমূখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্শীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমার স্বপ্নের পথে যদি আমি নষ্ট হয়ে যাই, আমার কর্মী বা সহকর্মী বিপথগামী হয়, তখন আমার প্রত্যাশা থাকবে শিক্ষক সমাজ আমাদের সঠিক পথ দেখাবেন। আমরা যদি তাদের নির্দেশনা মেনে চলি, তবে দৃঢ় প্রত্যয় নিয়ে সেই পথ অতিক্রম করব।'
তিনি আরও বলেন, 'একটি সমাজ ও দেশের সুস্থ্যতা তখনই নিশ্চিত হয় যখন শিক্ষক সমাজ রাষ্ট্র পরিচালনায় মুক্তভাবে মতামত দিতে পারে। কিন্তু রাজনৈতিক দূর্বৃত্তায়নের কারণে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়েছে। বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের কিছু শিক্ষক দলীয় রাজনীতিতে লিপ্ত হয়ে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছেন। তাই আজকের প্রশিক্ষণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে আদর্শ সমাজ গঠনে অবদান রাখার আশা করছি।'
তিনি শিক্ষার পাশাপাশি আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি দৃষ্টি রাখার গুরুত্বও উল্লেখ করেন।
সভায় শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বিমল কুমার সাহা, কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামানসহ অনেকে।
১০৯ বার পড়া হয়েছে