ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত
বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপের অন্যতম উচ্চতম পাহাড় মাউন্ট সেমেরুতে বুধবার একাধিক অগ্ন্যুৎপাতের পর স্থানীয় কর্তৃপক্ষ ৯০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগ্নেয়গিরিতে ১০টি অগ্ন্যুৎপাতের ফলে ছাই, লাভা ও পাথর ১৩ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সতর্কতার কারণে এখনো সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
সেমেরু ন্যাশনাল পার্কের কর্মকর্তা সেপ্তি ওয়ারধানি জানান, আগ্নেয়গিরির পাদদেশে একটি হ্রদের ধারে আটকে থাকা ১৭০ পর্বতারোহী ও তাদের গাইডদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জ্বালামুখ থেকে বের হওয়া গরম ছাই মেঘ আকারে পাহাড় ঢেকে দিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে এই আগ্নেয়গিরির আগের বড় অগ্ন্যুৎপাতে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছিল।
পূর্ব জাভার উদ্ধারকারী সংস্থা ৯৫৬ জনকে নিরাপদ স্থানে সরিয়েছে, যেখানে বিভিন্ন স্কুল, মসজিদ ও সরকারি ভবন ব্যবহার করা হয়েছে। কর্মকর্তা প্রাহিস্তা দিয়ান জানিয়েছেন, এখনও কোনো বাসিন্দা আটকা পড়েছে কি না তা যাচাই করতে ডজনেরও বেশি উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে।
মাউন্ট সেমেরুর উচ্চতা ৩,৬৭৬ মিটার। এটি ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর অংশ হওয়ায় ইন্দোনেশিয়ায় নিয়মিত ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
১২৮ বার পড়া হয়েছে