সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

এইচ এম ইমরান, ঝিনাইদহ 
এইচ এম ইমরান, ঝিনাইদহ 

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়। জেলা তথ্য অফিসার আব্দুর রউফ সভার পরিচালনা করেন।

মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম.এ. কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, আলাউদ্দিন আজাদ, মাহমুদ হাসান টিপু ও সাদ্দাম হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ব্যক্ত করে বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে সঠিক তথ্য প্রচার এবং গঠনমূলক সমালোচনা আমাদের কাজকে আরও গতিশীল করবে। সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও অগ্রাধিকারমূলক উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় শেষে উভয়পক্ষই জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবায় গতিশীলতা বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন