সর্বশেষ

জাতীয়

বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে তবে সংখ্যা কমানো হচ্ছে: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্পর্শকাতর কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে শুরুতে প্রস্তাবিত ৪০ হাজার বডি ক্যামেরার সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। বৈঠক দুটির সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা নিজেই।

বডি ক্যামেরা কেনা ও প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিস্তর পর্যালোচনা হয়েছে। মূলত কতগুলো ক্যামেরা দরকার, এর মূল্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ-স্বচ্ছ প্রক্রিয়ায় কীভাবে কেনা হবে, সেসব বিবেচনা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা জানান, বডি ক্যামেরা দেওয়া হবে শুধুমাত্র স্পর্শকাতর এলাকাগুলোতে। তিনি বলেন, 'সব জায়গায় বডি ক্যামেরা দেওয়া সম্ভব নয়। এগুলোর মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। তাই সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যামেরা সংগ্রহ করবে।'

আগে ঘোষিত ৪০ হাজার ক্যামেরার সংখ্যা এখন কমানো হচ্ছে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, 'সংখ্যাটা রেশনালাইজ করা হচ্ছে। কমবে-তবে কতটা কমবে সেটা প্রস্তাব আসার আগে বলা যাচ্ছে না।'
 

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন