ধামরাইয়ে ডি-লিঙ্ক পরিবহনের বাসে আগুন
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৬:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে ডি-লিঙ্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার কিছু পর ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। ঘটনায় কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ধামরাই বাজার রোডের পাশে থেমে থাকা ডি-লিঙ্ক পরিবহনের গাড়িগুলোর মধ্যে ঢাকা মেট্রো-ব-১৫-৬১৭৯ নম্বর বাসটির জানালা খোলা ছিল। ওই সময় একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি এসে বাসটির খোলা জানালা দিয়ে কোনো বস্তু নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। আগুন লাগার সময় বাসের ভেতরে কোনো যাত্রী ছিল না।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ভেতরের কয়েকটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডি-লিঙ্ক পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে আগুনে বাসের কিছু অংশ পুড়ে গেছে।
১০৭ বার পড়া হয়েছে