সর্বশেষ

জাতীয়

ঢাকায় নাশকতা ঠেকাতে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপসহ জীবনহানিকর সহিংসতা ঘটানোর চেষ্টা করলে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ওয়্যারলেস বার্তার মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন বলে ডিএমপির কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে তারা পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার জানান, বাসে আগুন লাগানো বা ককটেল নিক্ষেপের মাধ্যমে প্রাণনাশের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দিয়েছেন। সাজার আইনি কাঠামোর কথা উল্লেখ করে তিনি বলেন, 'জীবন রক্ষার্থে এমন পরিস্থিতিতে আমাদের আইনেই প্রতিরোধের ব্যবস্থা আছে।'

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে টার্গেট কিলিংয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘গুলি চালানোর’ নির্দেশ দেন। পরে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রকাশ করে, যেখানে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে বিচারবহির্ভূত ব্যবস্থা গ্রহণকে ‘অগ্রহণযোগ্য’ বলা হয়।

এদিকে জুলাইয়ের অভ্যুত্থান–পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময় ঘনিয়ে আসায় দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ছে। ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দলটির ঘোষিত বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ ঘিরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাস ও ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আওয়ামী লীগ আগামীকাল সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে পুলিশ সদস্যদের মনোবল বাড়ানো এবং নাশকতা প্রতিরোধেই কমিশনারের এমন বার্তা এসেছে বলে মনে করছেন ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা।

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা রয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন