ঝিনাইদহে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মদনডাঙ্গা বাজারসংলগ্ন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির একাংশ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশে অনেকেই ভোট পাওয়ার জন্য নিজেদের নীতি বিসর্জন দিচ্ছে।” সাম্প্রতিক নির্বাচন পেছানোর আলোচনার সমালোচনা করে তিনি আরও বলেন, “যাদের প্রস্তুতি নেই তারাই পরীক্ষা পেছাতে চায়। তবে এসব ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।”
তিনি জানান, তারেক রহমান ২০২৩ সালেই সংস্কারের রূপরেখা হিসেবে ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ঘোষণার ভিত্তিতেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি দাবি করেন।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেওয়া হবে। দলীয় প্রার্থীর বিজয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মনোনয়ন পেলে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন এবং ইবি ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুর রহমানসহ অন্যান্য নেতারা।
উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেয়। বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে এ বার্তা তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
১০৫ বার পড়া হয়েছে