আন্তর্জাতিক
পাকিস্তান সরকারের পরিসংখ্যান দপ্তর (পিবিএস) জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চিনি প্রতি কেজির দাম বেড়ে সর্বোচ্চ ২১৯ রূপিতে পৌঁছেছে।
পাকিস্তানে চিনির প্রতি কেজিতে দাম বেড়ে ২১৯ রুপিতে পৌঁছেছে
ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তান সরকারের পরিসংখ্যান দপ্তর (পিবিএস) জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চিনি প্রতি কেজির দাম বেড়ে সর্বোচ্চ ২১৯ রূপিতে পৌঁছেছে।
পিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিনি প্রতি কেজির দাম ১৯ রুপির বৃদ্ধি পেয়েছে, যা আগের ২১০ রূপি থেকে ২১৯ রূপিতে উন্নীত হয়েছে। অঞ্চলভিত্তিক দামের মধ্যে পেশোয়ারে সর্বোচ্চ ২০০ রূপি, করাচি ও ইসলামাবাদে ১৯৫ রূপি, আর রাওয়ালপিন্ডিতে ১৯০ রূপি নথিভুক্ত হয়েছে।
যদিও সাম্প্রতিক সপ্তাহে দেশের গড় চিনি দরে সামান্য হ্রাস দেখা গেছে। পিবিএস জানিয়েছে, গড় দাম প্রতি কেজিতে ১৮৭.৪৮ রূপি থেকে কমে ১৮৫.৪৭ রূপিতে নেমেছে, যা প্রায় ২.০১ রূপি কম।
এক বছর আগে দেশের গড় চিনি মূল্য ছিল ১৩২.২৪ রূপি। এর ফলে এক বছরের মধ্যে চিনি দরে রেকর্ড বৃদ্ধির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর