সর্বশেষ

জাতীয়খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হতে পারে
জাতীয় সংসদ নির্বাচন: আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি
অন্তর্বর্তী সরকার ইস্যু: হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ
ইন্টারনেট বন্ধ ও গণহত্যা: ফরমাল চার্জ গ্রহণ, জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাম জোটের মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জে আহত কয়েকজন
ভোরে কেঁপে উঠল রাজধানী, অল্পমাত্রার ভূমিকম্পে আতঙ্ক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল টিমের পর্যবেক্ষণ অব্যাহত, শুক্রবার সারাদেশে প্রার্থনার আহ্বান সরকারের
দেশজুড়ে শীতের দাপট বাড়ছে, উত্তরে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে : আবহাওয়া অফিস
সারাদেশপাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সোনাপুরে বিআরটিসি ডিপোতে আগুন: দুই বাস পুড়ে ছাই
চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
আন্তর্জাতিকপুতিনের ভারত সফরের আগেই গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন
গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত
খেলারায়পুরে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরে সিরিজে সমতা করেছে ভারত
সারাদেশ

জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধের দাবিতে চট্টগ্রামে তরুণদের মানববন্ধন

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জামালখান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তরুণদের সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)।

বিশ্বব্যাপী তরুণদের জলবায়ু আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ন্যায্য দাবি তুলেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবী, পরিবেশকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে দাবি জানান—

জীবাশ্ম জ্বালানিতে নতুন বিনিয়োগ বন্ধ করতে হবে, জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য বাংলাদেশকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, ন্যায়সংগত জ্বালানি রূপান্তরে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। 

 

‘প্রতিশ্রুতি নয়, চাই বাস্তব সমাধান’—বক্তাদের দাবি
কর্মসূচিতে বক্তব্য দেন DYDF চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহীন রানা, বিভাগীয় সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর, চট্টগ্রাম জেলা সভাপতি সাঈদুর রহমান এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আবিদা আক্তার।

বক্তারা বলেন, জলবায়ু–ঝুঁকির দিক থেকে বাংলাদেশ অন্যতম শীর্ষ দেশ। চরম আবহাওয়া, বন্যা, খরা ও উপকূলীয় লবণাক্ততার কারণে দেশের লাখো মানুষের জীবন-জীবিকা হুমকিতে। আন্তর্জাতিক অঙ্গনে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন অত্যন্ত ধীরগতির। তারা জোর দিয়ে বলেন, উন্নত দেশগুলোকে দ্রুত কার্বন নিঃসরণ কমাতে হবে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য Loss & Damage তহবিল নিশ্চিত করতে হবে।

স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজনই দীর্ঘমেয়াদি সমাধান

বক্তারা আরও বলেন, স্থানীয় জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বকে অগ্রাধিকার না দিলে জলবায়ু অভিযোজন কার্যকর হবে না। তাই Locally Led Adaptation (LLA)–এর বাস্তবায়নই টেকসই সমাধানের পথ।

COP30–কে সামনে রেখে আন্তর্জাতিক সহায়তা

কর্মসূচিকে সহায়তা প্রদান করেছে গ্লোবাল গ্রিনগ্রান্টস ফান্ড (GGF)। সংগঠনের প্রতিনিধিরা মনে করেন, তরুণদের এই আন্দোলন বিশ্ব জলবায়ু আলোচনায় চাপ বাড়াবে এবং আসন্ন COP30–এ বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি আরও জোরালোভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করবে। তারা উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান—জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে সময় নষ্ট না করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তরুণদের দৃঢ় বার্তা
মানববন্ধনে উপস্থিত তরুণরা জানান, জলবায়ু সংকট কেবল পরিবেশগত নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব ও মানবাধিকারের প্রশ্ন। তারা স্লোগান তোলেন: “Protect our planet, protect our future.”

চট্টগ্রামে অনুষ্ঠিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫–এর এই কর্মসূচি তরুণদের সক্রিয় অংশগ্রহণ, বিভিন্ন সংগঠনের সহযোগিতা এবং বাংলাদেশের ন্যায়সংগত জলবায়ু দাবিকে আরও শক্তিশালী করেছে। পুরো আয়োজনজুড়ে FFF, UNFCCC, UNCCD, COP30, DYDF ও GGF–এর বার্তা ও হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে- সমাধান চাই এখনই, কারণ সময় আর খুব বেশি নেই।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন