সর্বশেষ

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত নেতারা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ১২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ অবস্থানে নেই এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (১৪ নভেম্বর) মগবাজারে সমমনা আট দলের আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের যেসব অঙ্গীকার ছিল, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে তার প্রতিফলন পাওয়া যায়নি।

তিনি জানান, আগামী রোববার (১৬ নভেম্বর) সমমনা আট দলের বৈঠক শেষে পাঁচ দফা দাবিনির্ভর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা জনগণের প্রত্যাশা পূরণ করেনি, বরং একটি নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে।

তিনি আরও মন্তব্য করেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হলে এর আইনি ভিত্তি আরও সুদৃঢ় হতো। এখন একই দিনে উভয় প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনার কারণে ভবিষ্যতে আইনি জটিলতার আশঙ্কা থেকেই যাচ্ছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন