বাসে আগুন দেয়ার সময় পানিতে পড়ে একজনের মৃত্যু
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে পার্ক করা একটি বাসে আগুন দেওয়ার পর স্থানীয়দের ধাওয়ায় পালানোর সময় তুরাগ নদে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তামান্না পার্কের সামনে কিরণমালা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহ আলী থানার ওসি মোহাম্মদ গোলাম আযম।
ওসি জানান, দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তা টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় একজন নদীতে পড়ে মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। অন্যজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এসআই আনোয়ার জানান, নদীতে পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটককৃত যুবকের নাম রুদ্র মুহাম্মদ (২০), বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকামেট্রো ব-১৩-১২৬২ নম্বর বাসে আগুন লাগানো হয়েছিল। স্থানীয়দের ধাওয়ায় একজনকে ধরা সম্ভব হয়, আরেকজন পালানোর চেষ্টায় নদীতে ঝাঁপ দিলে তার প্রাণহানি ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে বাসের আসন ও জানালার গ্লাস সম্পূর্ণ পুড়ে গেছে।
১১৭ বার পড়া হয়েছে